সারা বাংলা

পাবনার পদ্মায় ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির কুমির

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দড়ি ভাউডাঙ্গা গ্রাম সংলগ্ন পদ্মায় জেলেদের জালে কুমিরটি ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির মিঠা পানির কুমির। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ খান বলেন, ‘গত কয়েকদিন ধরে ভাঁড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা গ্রামের মানুষ পদ্মা নদীতে বড় আকারের এই কুমিরটি দেখতে পায়। আমরা স্থানীয় জেলেদের নিয়ে মঙ্গলবার কুমিরটিকে ধরার উদ্যোগ নেই। সারাদিন চেষ্টার পর বিকেলে কুমিরটিকে ধরা সম্ভব হয়। সাথে সাথেই জেলা প্রশাসন ও বনবিভাগকে এ বিষয়ে জানানো হয়। সন্ধ্যার পরে রাজশাহী থেকে বনবিভাগের কর্মকর্তারা এসে কুমিরটিকে নিয়ে যায়।’ পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, বন বিভাগের কর্মীরা উদ্ধার হওয়া কুমিরটির সুশ্রুষা করছেন। এটি বিলুপ্ত প্রজাতির কুমির। ঢাকায় নিয়ে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তবে, এটি চরকোমরপুরে দেখা পাওয়া কুমির নয় বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। চরকোমরপুরে পদ্মা নদীতে আটকে পড়া কুমিরটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বর মাসে পাবনার দোগাছি ইউনিয়নের চরকোমরপুর এলাকায় পদ্মা নদীতে মিঠা পানির বিলুপ্ত প্রজাতির একটি কুমির সনাক্ত করে বন বিভাগ। তবে, মঙ্গলবার ধরা পড়া এই কুমিরটি আগের কুমিরের চেয়ে আকারে ছোট। বন বিভাগের বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক জাহাঙ্গীর কবির জানান, এই কুমিরটি প্রায় সাত ফুট। এটি স্বাদু পানির বিলুপ্ত প্রজাতির কুমির। বর্তমানে বাংলাদেশে এ প্রজাতির কুমির সচরাচর চোখে পড়ে না। রাইজিংবিডি/ পাবনা/১৩ ফেব্রুয়ারি ২০১৯/শাহীন রহমান/টিপু