সারা বাংলা

ইজতেমায় উস্কানিমূলক কথা বলবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বিশ্ব ইজতেমার বয়ানে, মাঠে কেউ করো বিরুদ্ধে উস্কানিমূলক কথা না বলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক অফিস চত্বরে ইজতেমার প্রস্তুতিমূলক কাজের ফলো-আপ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আপনারা নির্বিঘ্নে ইজতেমা পরিচালনা করুন। আপনারা যে ওয়াদা করেছেন, সেইগুলো প্রতিপালন করবেন। কেউ কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবেন না বয়ানের মধ্যে কিংবা মাঠের মধ্যে।’’ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে চার দিনব্যাপি তাবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমার ১৫ ও ১৬ ফেব্রুয়ারি কার্যক্রম পরিচালনা করবেন মাওলানা জোবায়েরের অনুসারীরা এবং ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ইজতেমার কার্যক্রম পরিচালনা করবেন সা’দপন্থী ওয়াসিফুল ইসলামের অনুসারীরা। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘‘আপনাদের প্রয়োজনে, আপনাদের সেবার জন্য আমরা দাঁড়িয়ে আছি। মন্ত্রী, সংসদ সদস্য, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, নিরাপত্তা বাহিনী সবাই প্রস্তুত রয়েছে আপনাদের সেবা দেওয়ার জন্য।’’ মন্ত্রী বলেন, ‘‘সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী সজাগ থাকবে। আমাদের নিরাপত্তা বাহিনী আগের চেয়ে অনেক সমৃদ্ধ, অনেক দক্ষ। নিরাপত্তা বাহিনী যে কোনো চ্যালেঞ্জ এখন মোকাবেলা করতে পারে। কোনো অপপ্রচার যদি কেউ করেন, তাহলে তাৎক্ষণিক সনাক্ত করতে পারবে।’’ গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় সভায় বক্তব্য রাখেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, পুলিশ মহাপরিদর্শক ড. মো. জাবেদ পাটোয়ারী, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার, মাওলানা জোবায়েরপন্থী ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, মাওলানা সা’দপন্থী ওয়াসিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ইজতেমা মাঠে তাদের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন। রাইজিংবিডি/গাজীপুর/১৩ ফেব্রুয়ারি ২০১৯/হাসমত আলী/বকুল