সারা বাংলা

ওটা বোমা নয় বেগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার মধ্যরাতে একটি কালো টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখে বাকি রাতটুকু আতঙ্কে কেটেছে শিক্ষার্থী-শিক্ষকদের। শুক্রবার দুপুরে জানা গেছে, ওই বস্তুটি বোমা নয় বরং একটি বেগুন। চট্টগ্রাম নগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা শুক্রবার দুপুরে এই আতঙ্কের অবসান ঘটিয়েছেন। নগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া জানান, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের পশ্চিম পাশে একটি কালো টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু গত মধ্যরাতে নজরে আসে ছাত্রদের। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে। খবর দেওয়া হয় নগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ শুরু করে। দূর থেকে বিস্ফোরণের চেষ্টা চালানোর পর দেখা যায় এটি বোমা নয় টেপ দিয়ে মোড়ানো একটি বেগুন। এর দুই পাশে লাগানো রয়েছে দুটি তার। বেগুনে টেপ মুড়িয়ে বোমাতঙ্ক তৈরির সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৫ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল/শাহেদ/শাহনেওয়াজ