সারা বাংলা

হাটহাজারীতে নকল ঘি তৈরির কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে একটি নকল ঘি কারখানার সন্ধান পেয়েছেন উপজেলা প্রশাসন। রোববার বিকেলে উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়ার মুখ এলাকার ওই কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। রুহুল আমিন রাইজিংবিডিকে জানান, উপজেলার বিভিন্ন স্থানে নকল ঘি কারখানার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে এই অঞ্চলে চারটি ঘি কারখানার সন্ধান পেয়ে অভিযানে এগুলো বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ নকল ঘি আটক ও ধ্বংস করা হয়। সর্বশেষ রোববার গোপন সংবাদের ভিত্তিতে ছিপাতলী এলাকায় গোয়ালা প্লাস নামের একটি নকল ঘি কারখানায় অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে নকল ঘি উৎপাদনকারীরা পালিয়ে যাওয়ার পাশাপাশি উৎপাদিত ঘি সরিয়ে নিয়ে যায়। পরে ওই কারখানা থেকে নকল ঘি তৈরির নানা উপকরণ, ফ্লেভার, রঙ ও কৌটা উদ্ধার করা হয়। অভিযানের পর কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৭ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল/শাহেদ