সারা বাংলা

হাটহাজারীতে ২০ হাজার আইসক্রিম ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ঘনচিনি, এরারুট, স্যাকারিন ও কাপড়ের রঙ দিয়ে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার দায়ে ২০ হাজার আইসক্রিম ধ্বংস এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে উপজেলা সদরে ফয়জিয়া-১ ও ফয়জিয়া-২ নামের আইসক্রিম কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন রাইজিংবিডিকে জানান, আইসক্রিম ফ্যাক্টরিগুলো শিশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি, এরারুট, কাপড়ের রঙ ও স্যাকারিন দিয়ে দীর্ঘদিন ধরে আইসক্রিম তৈরি ও বাজারজাত করে আসছিল। মঙ্গলবার অভিযান চালিয়ে হাতেনাতে এসব দ্রব্য আটক করা হয়। এই সময় প্রায় ২০ হাজার আইসক্রিম জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়। কারখানা মালিককে জরিমানা করা হয় ২০ হাজার টাকা। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল/সাইফুল