সারা বাংলা

কোটি টাকার পলিথিন উদ্ধার, ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে কোটি টাকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় পলিথিন ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৩’র অধিনায়ক মোজাম্মেল হক। র‌্যাব-১৩, রংপুর সদরদপ্তরে সংবাদ সম্মেলন হয়। মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রংপুর মহানগরীর শালবান মিস্ত্রিপাড়া (শিয়ালের মোড়) এলাকার তিনটি গোডাউনে অভিযান চালায় র‌্যাব-১৩, রংপুরের একটি অভিযানিক দল। এ সময় তিন গোডাউন থেকে ৪২ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করা হয়। এ পলিথিনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এটি রংপুর বিভাগে সবচেয়ে বড় পলিথিনের উদ্ধার বলে উল্লেখ করেন র‌্যাব-১৩ প্রধান। তিনি জানান, অভিযান শেষে অবৈধ পলিথিন ব্যবসায়ী ওবায়দুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। রাইজিংবিডি/রংপুর/২২ ফেব্রুয়ারি ২০১৯/নজরুল মৃধা/বকুল