সারা বাংলা

নিঝুম দ্বীপে ঝড়ে বিধ্বস্ত ৩ শতাধিক বাড়ি, নিখোঁজ ২০ জেলে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে ঝড়ে তিন শতাধিক বাড়িঘর বিধস্ত হয়েছে। এছাড়া মেঘনা নদীতে ২০ জেলেসহ পাঁচটি মাছ ধরার নৌকা নিখোঁজ রয়েছে। ঝড়-বৃষ্টিতে দ্বীপের বিভিন্ন স্থানে অন্তত ২০ হাজার মন শুঁটকি নষ্ট হয়ে গেছে। নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানান, সকাল ৮টা থেকে টানা ৯টা পর্যন্ত আকষ্মিক ঝড়ে দ্বীপের তিন শতাধিক কাঁচাঘর বিধস্ত হয়। এছাড়া বিভিন্ন স্থানে খোলা মাঠে শুকাতে দেয়া অন্তত ২০ হাজার মন শুঁটকি নষ্ট হয়ে গেছে। নদীতে মাছ ধরা অবস্থায় ২০ জেলে পাঁচটি নৌকাসহ নিখোঁজ রয়েছে। এদিকে সকালে হাতিয়ার তমরদ্দিঘাট থেকে চেয়ারম্যান ঘাটে আসার পথে ধানবোঝাই একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর এ আলম জানান, ঝড়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ চলছে।  ক্ষয়ক্ষতির হিসেব নিরুপণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদেরকে সরকারিভাবে সহায়তা দেওয়ার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। রাইজিংবিডি/নোয়াখালী/২৫ ফেব্রুয়ারি ২০১৯/মাওলা সুজন/শাহেদ