সারা বাংলা

‘পুলিশকে মাদকাসক্ত সন্দেহ হলেই ডোপ টেস্ট’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : সন্দেহভাজন মাদকাসক্ত পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়নের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী পুলিশ লাইনে নারী ব্যারাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আইজিপি বলেন, ‘পুলিশের যে সদস্যের আচার-ব্যবহার ও অন্যান্য লক্ষণ দেখে সন্দেহ হবে তাকেই ডোপ টেস্টের মুখোমুখি হতে হবে। এ জন্য পুলিশের সকল ইউনিট প্রধানকে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।’ এর আগে রাজশাহী পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন করেন আইজিপির স্ত্রী হাবিবা জাবেদ। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তার, জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। রাইজিংবিডি/রাজশাহী/১২ মার্চ ২০১৯/তানজিমুল হক/টিপু