সারা বাংলা

ফৌজদারহাটে বিপুল চোরাই কাঠসহ কাভার্ডভ্যান আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামে সীতাকুন্ড উপজেলায় ৮ লক্ষাধিক টাকা মূল্যের চোরাই কাঠ বোঝাই একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। ফৌজদার হাট ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম ওই স্টেশনে আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা বখতেয়ার নুর সিদ্দিকীর নির্দেশে এই কাঠ আটক করেন। কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি  এখন বন বিভাগের হেফাজতে। ফৌজদারহাট চেক স্টেশন কর্মকর্তা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ফৌজদারহাট চেক স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ডভ্যান (নং ঢাকামেট্রো নং- ১৪-৭৪৩০) চেক স্টেশন এলাকা অতিক্রম করছিল। ভ্যানটিকে থামার সঙ্কেত দিলে পালানোর চেষ্টা করে। বনকর্মীরা ধাওয়া করে কাভার্ডভ্যানটি আটক করে তল্লাসী চালালে এর ভিতরে বিভিন্ন প্রজাতির বিপুল অবৈধ কাঠ পাওয়া যায়। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৪ মার্চ ২০১৯/রেজাউল/টিপু