সারা বাংলা

বাংলাদেশ পাকিস্তান থেকে ২০ বছর এগিয়ে থাকবে : সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ‘‘যে পাকিস্তান আমাদের গোলাম করে রেখেছিল, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী সংসদে বলেছেন- ১০ বছরের মধ্যে পাকিস্তানকে বাংলাদেশের মতো বানিয়ে দেবেন। আমিও সংসদে বলেছি- পাকিস্তান ১০ বছর এগোলে, বাংলাদেশ তখন ২০ বছর এগিয়ে থাকবে।’’ আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলা পরিষদ কর্তৃক প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘‘নারীদের উন্নয়নের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। পুরুষ ও নারীর মধ্যে বৈষম্য রাখা হচ্ছে না। সকল নাগরিকের জন্য চাকরি, ব্যবসাসহ সব ক্ষেত্রে সমান সুযোগ দেয়া হচ্ছে।’’ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু বক্তব্য রাখেন। পরে গোপালগঞ্জ জেলা পরিষদ পরিচালিত দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী সেলাই, এমব্রয়ডারি, বুটিক ও বাটিক প্রশিক্ষণ কোর্স শেষে ২৩ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম। এর আগে ফজলুল করিম সেলিম সম্প্রতি খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত গোপালগঞ্জের পাঁচ ছাত্রলীগ ও যুবলীগ নেতার বাসায় যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শান্ত্বনা দেন ও সমবেদনা জানান। রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৬ মার্চ ২০১৯/বাদল সাহা/বকুল