সারা বাংলা

শিশু শিক্ষার্থীকে পুলিশের পিটুনি, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের জন্য সাহায্য চাওয়ায় পুলিশের এক কনস্টেবল শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার প্রতিবাদে রংপুর- দিনাজপুর মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। সোমবার দুপুর ১২টার দিকে রংপুরের সদর উপজেলার পাগলাপীর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে পাগলাপীর নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের ছাত্ররা রাস্তার পাশে দাঁড়িয়ে মাদ্রাসার উন্নয়নের জন্য সাহায্য তুলছিল। সাড়ে ১১টার দিকে গঙ্গাচড়া থেকে পুলিশের এক সদস্য ওই পথ দিয়ে রংপুরে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এলে তারাগঞ্জ উপজেলার দক্ষিণ ইকরচালী হাজীপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে মাদ্রাসার ছাত্র আব্দুর রাজ্জাক (১৩) পুলিশ সদস্যদের কাছে সাহায্য চায়। এতে পুলিশ কনস্টেবল ক্ষিপ্ত হয়ে আব্দুর রাজ্জাককে বেদম মারধর করে। এতে রাজ্জাক গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলে। এতে রাস্তার দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দোষী পুলিশ সদস্যের শাস্তির আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়। রংপুর কোতয়ালি (সদর) থানার ওসি সাজেদুল হাসান জানান, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাইজিংবিডি/রংপুর/১৮ মার্চ ২০১৯/নজরুল মৃধা/বকুল