সারা বাংলা

বাঘাইছড়ির আহতদের দেখতে চট্টগ্রামে সিইসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের গাড়িতে ব্রাশ ফায়ারের ঘটনায় আহতদের দেখতে চট্টগ্রামে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। মঙ্গলবার দুপুরে তিনি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান। পরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানান বাঘাইছড়ির ঘটনা পূর্বপরিকল্পিত। দুস্কৃতিকারীরা সুযোগ বুঝে হামলা চালিয়েছে। এখানে নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিলো না। বাঘাইছড়ি ঘটনা দুঃখজনক উল্লেখ করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাকে বলা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন পার্বত্য চট্টগ্রামে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ মার্চ ২০১৯/রেজাউল/শাহেদ