সারা বাংলা

যশোরে ২০টি সোনার বার উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ২০টি সোনার বার ও নগদ টাকা উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার সকালে দেশ ট্রাভেলেসের বাসে তল্লাশিকালে সোনার বার উদ্ধার করা হয়। আটক জিকরুল আলম নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে। যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আমড়াখালী চেকপোস্টে দেশ ট্রাভেলেসের যাত্রীবাহী বাস তল্লাশি করে। এ সময় বাসের যাত্রী জিকরুল ইসলামকে তল্লাশি করে তার প্যান্টের বেল্টের মধ্য থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৬০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা। তার কাছ থেকে ১ লাখ ৩৮ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাইজিংবিডি/যশোর/২০ মার্চ ২০১৯/বি এম ফারুক/বকুল