সারা বাংলা

সাতক্ষীরা পৌরসভায় পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা পৌরসভায় পানির মূল্য  দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদে এবং পৌর এলাকায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে এ মাবনন্ধন কর্মসূচি পালিত হয়। নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ সুভাষ সরকার, অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, স্বপন কুমার শীল, শেখ ওবায়েদুস সুলতান বাবলু প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, ইচ্ছেমত আবারও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ পানির মূল্য দ্বিগুণ বৃদ্ধি  করেছে। একদিকে  প্রতিমাসে পৌর কর্তৃপক্ষকে পানির বিল দিতে হয় অন্যদিকে এই পানি পানের অযোগ্য হওয়ায় পৃথকভাবে প্রতিটি পরিবারের জারের পানি কিনতে অর্থ খরচ করতে হচ্ছে।  আগামী ২৮ মার্চের মধ্যে ওই দ্বিগুণ বিল প্রত্যাহার না করলে সাতক্ষীরা পৌরসভার পানি গ্রাহকদের  বিল পরিশোধ না করার আহ্বান জানান বক্তারা। রাইজিংবিডি/সাতক্ষীরা/২১ মার্চ ২০১৯/শাহীন গোলদার/শাহেদ