সারা বাংলা

চার দিন বন্ধের পর ভোমরা স্থলবন্দরের কার্যক্রম শুরু

সাতক্ষীরা প্রতিনিধি : দোল পূর্ণিমা, সাপ্তাহিক ছুটি ও উপজেলা নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর সোমবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। পণ্যবাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ২১ মার্চ দোল পূর্ণিমা (হোলি), শুক্রবার সাপ্তাহিক ছুটি, ২৪ মার্চ সাতক্ষীরার সাত উপজেলা নির্বাচন উপলক্ষে টানা চার দিন ভারতীয় সিঅ্যান্ডএফ এবং ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন ও জেলা প্রশাসনের যৌথ সিদ্ধান্তে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী পরিচালক মো. নিয়ামুল হাসান জানান, টানা চার দিন বন্ধ থাকার পর আজ যথারীতি শুরু হয়েছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তিনি আরো জানান, গত চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন। রাইজিংবিডি/সাতক্ষীরা/২৫ মার্চ ২০১৯/শাহীন/রফিক