সারা বাংলা

না’গঞ্জে নিউজিল্যান্ডে নিহত ওমর ফারুকের লাশ দাফন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে জুমার নামাজে বন্দুকধারীর গুলিতে নিহত নারায়ণগঞ্জের ওমর ফারুকের লাশ দাফন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিরাজদ্দৌলা মাঠে জানাজা শেষে বন্দর কবরস্থানে লাশ দাফন করা হয়। ওমর ফারুকের স্বজনরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও শত শত এলাকাবাসী জানাজায় অংশ নেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমর ফারুকের লাশ এসে পৌঁছায়। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করার পর মধ্যরাতে বন্দর উপজেলার রাজবাড়ী এলাকায় নিজ বাড়িতে আনা হয়। তখন থেকে আত্মীয়-স্বজনরা বাড়িতে আসতে শুরু করেন। জানাজার আগে কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন ওমর ফারুকের মা রহিমা বেগম, তিনমাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সানজিদা জামান নিহা ও তিন বোনসহ শোকার্ত স্বজনরা। পরিবারের স্বজনদের সমবেদনা জানাতে ওমর ফারুকের বাড়িতে আসেন নারায়ণগঞ্জ সিটি করপোরশেনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার আল-নূর মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারী সন্ত্রাসীর গুলিতে ৫০ জন নিহত ও ৪৭ জন আহত হন। নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি। এদের একজন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রাজবাড়ী এলাকার ওমর ফারুক। ২০১৫ সালে নিউজিল্যান্ডে পাড়ি জমান বাবাহারা তিন বোনের একমাত্র ভাই ওমর ফারুক। ২০১৭ সালে দেশে এসে বিয়ে করেন একই এলাকায়। গত বছরের ১৬ নভেম্বর ছুটি নিয়ে দেশে আসেন। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ১৮ জানুয়ারি ফিরে যান নিউজিল্যান্ডে। রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৭ মার্চ ২০১৯/হাসান উল রাকিব/বকুল