সারা বাংলা

যশোরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু

যশোর প্রতিনিধি: উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে যশোরের ৮ উপজেলার মধ্যে ৭টিতে আজ সকাল ৮টায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে, তবে ভোটার উপস্থিতি এখনো কম। যশোরের একটি উপজেলা শার্শায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় সেখানে ভোটগ্রহণ হচ্ছে না। এ ছাড়া যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে শাহীন চাকলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ উপজেলায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হচ্ছে না। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে। বাকি ৬ উপজেলায়  চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  যশোরের ৮ উপজেলায় তিনটি পদেই যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সিংহভাগই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। যশোরের সাত উপজেলায় ৬৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। এ সাতটি উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১৮ লাখ ১৫ হাজার ২১১জন। আইনশৃঙ্খলা রক্ষায় সাত উপজেলায় পুলিশ, র‌্যাব ও আনসারের ১১ হাজার ৭৬৩ সদস্য মোতায়েন রয়েছে। রাইজিংবিডি/ যশোর/৩১ মার্চ ২০১৯/বি এম ফারুক/টিপু