সারা বাংলা

ধামরাই উপজেলায় ফলাফল স্থগিত

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৯টার দিকে উপজেলা মিলনায়তনে রিটার্নিং অফিসার আবুল কালাম ফলাফল স্থগিতের ঘোষণা দেন। দিনভর ভোট গ্রহণ শেষে সন্ধ্যার দিকে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল ঘোষণা দেয়া শুরু হয়। ১৪৮টি কেন্দ্রের মধ্যে ১৪৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হওয়ার পর এই সিদ্ধান্ত জানান রিটার্নিং অফিসার। অবশিষ্ট কেন্দ্রটিতে ভোটগ্রহণ চলাকালীন জালিয়াতির প্রমাণ পেয়ে নির্বাচন স্থগিত করে দেয় ভ্রাম্যমাণ আদালত। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল বাশারকে আটক করা হয়েছে। ১৪৭টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ১ ভোট। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাদ্দেছ হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৫৬৬ ভোট। মোহাদ্দেছ হোসেন ১৫৬৫ ভোটে এগিয়ে রয়েছেন। স্থগিত হওয়া কেন্দ্রে ভোটার সংখ্যা ১৮৯৬টি। ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হওয়ার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। রাইজিংবিডি/সাভার/৩১ মার্চ ২০১৯/সাফিউল ইসলাম সাকিব/বকুল