সারা বাংলা

রংপুরে মোমবাতির আলোয় এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, রংপুর : সারা দেশে এইচএসসি বা সমমান পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হয়েছে। বৈশাখী ঝড়ের কারণে রংপুরের বিভিন্নস্থানে বিদ্যুৎ সংযোগ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। পরীক্ষার প্রথম দিনে রংপুরের বিভিন্ন কেন্দ্রে এই চিত্র দেখা যায়। আগের রাতে কালবৈশাখী ঝড়ে কয়েক স্থানে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে দুপুর ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। নগরীর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে দেখা গেছে, শিক্ষার্থীরা মোমবাতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করছে। কয়েকজন পরীক্ষার্থী জানান, সকাল থেকে কেন্দ্রে বিদ্যুৎ নেই। ঘরগুলো অন্ধকার তাই মোমবাতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তারা। বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, কর্তৃপক্ষের আগে থেকে বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত ছিল। অন্ধকারে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়েছে। কলেজের অধ্যক্ষ মোবাখখারুল ইসলাম জানান, রাতে ঝড় হওয়ায় নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছে। এতে তাদের সমস্যা হয়েছে। এ বিষয়ে বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, ঝড়ের কারণে রংপুরের কয়েকস্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা জরুরি ভিত্তিতে দুপুর ১২টার দিকে সংযোগ সচল করেছেন। রাইজিংবিডি/রংপুর/১ এপ্রিল ২০১৯/নজরুল মৃধা/বকুল