সারা বাংলা

জমি অধিগ্রহন না করে বুড়ি তিস্তা খননের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম সংবাদদাতা: কৃষকের জমি অধিগ্রহন না করে বুড়ি তিস্তা নদী খনন কাজ শুরু করার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে দুই পাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকরা। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। উলিপুর উপজেলার বুড়ি তিস্তা পাড়ের প্রায় দুই শতাধিক কৃষক কুড়িগ্রামে এসে এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক শরিফুল হক, আব্দুল হাই, নুর ইসলাম, রফিকুল প্রমুখ। বক্তারা বলেন, মালিকানাভূক্ত নিচু আবাদি জমিতে ৭০ থেকে ৮০ বছর ধরে চাষাবাদ করে পরিবারের ভরণ-পোষন করছেন তারা। এই জমিতে হাজার হাজার মন ফসল পাচ্ছেন। খনন করা হলে জমি হারিয়ে না খেয়ে থাকতে হবে পরিবারগুলোকে। এজন্য দখলি ও রেকর্ডভুক্ত জমিতে খননকাজ বন্ধের দাবি জানান তারা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। রাইজিংবিডি/কুড়িগ্রাম/২ এপ্রিল ২০১৯/বাদশাহ্ সৈকত/শাহেদ