সারা বাংলা

উপজেলা নির্বাচনে সংঘর্ষের ঘটনায় মামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে আদালতে পিটিশন মামলা হয়েছে। নোয়াখালী ৪ নম্বর আমলি আদালতে মামলা করেন কবিরহাটের পূর্ব ফতেহজঙ্গপুর গ্রামের মো. আবুল বাসার। আদালত বাদীর আরজি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে কবিরহাট থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণে বাদী অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার সমর্থনে নির্বাচনী গণসংযোগ নিয়ে কবিরহাট উত্তর বাজারে পৌঁছালে ১নং আসামি সাবাব চৌধুরীর নেতৃত্বে পূর্ব হতে উৎপেতে থাকা ২০-২৫ জন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ ঘটনায় বাজারে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে প্রায় ৭০ জন আহত হয়। রাইজিংবিডি/নোয়াখালী/৩ এপ্রিল ২০১৯/মাওলা সুজন/বকুল