সারা বাংলা

কলারোয়ায় নির্বাচনী সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৪

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় জালালাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম, তার ভাই আবু রায়হানসহ চারজন আহত হয়েছেন। কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা বাজারে বুধবার রাতে তাদের ওপর এ হামলা চালানো হয় । ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করেছে। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত আবুল কালাম জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও পরাজিত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে তিনি ও তার ভাই সেখানে উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এ সময় লাল্টু সমর্থকরা তার ওপর হামলা করে। হামলায় আরও কয়েকজন আহত হন বলে জানান তিনি। এদিকে, বৃহস্পতিবার সকালে কলারোয়া বাজারে এ ঘটনার প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর  সমর্থকরা সমাবেশ করেছেন। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। রাইজিংবিডি/ সাতক্ষীরা/৪ এপ্রিল ২০১৯/ শাহীন গোলদার /টিপু