সারা বাংলা

মালয়েশিয়াগামী ১১৫ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে টেকনাফে মালয়েশিয়াগামী ১১৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ২৬ শিশু, ৩৯ নারী ও ৫০ জন পুরুষ রয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে হোয়াইক্যংয়ের ঢালারচরায় জড়ো হচ্ছিল রোহিঙ্গারা। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ১১৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটক হওয়া রোহিঙ্গারা মানবপাচার চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিল।এ ব্যাপারে অভিযুক্ত দালালদের ধরতে পুলিশের অভিযান চলছে। তিনি আরো জানান, যেহেতু রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। সেহেতু এসব রোহিঙ্গাকে ক্যাম্পের বাইরে যাওয়ার অপরাধে আটক করা হয়। উল্লেখ্য, গত তিন দিনে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ ও মহেশখালী থেকে ১৯৩ জনকে উদ্ধার করে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ। রাইজিংবিডি/ঢাকা/৫ এপ্রিল ২০১৯/সুজাউদ্দীন রুবেল/রফিক