সারা বাংলা

কাশিয়ানীতে শতভাগ ই-মিউটেশন শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি : সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি বন্ধে আনুষ্ঠানিকভাবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শতভাগ ই-মিউটেশন (নামজারি) চালু করা হয়েছে। ‘জনসেবার মান উন্নয়নে চালু হলো এবার ই-মিউটেশন’- স্লোগান নিয়ে আজ সোমবার সকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মাঈন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার মিন্টু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এনায়েত হোসেনসহ প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ উপস্থিতি ছিলেন।  রাইজিংবিডি/গোপালগঞ্জ/৮ এপ্রিল ২০১৯/বাদল সাহা/বকুল