সারা বাংলা

যশোরে ধানক্ষেতে গৃহবধূর লাশ

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ধানক্ষেত থেকে রিপা খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সরদার বাগডাঙ্গা গ্রামের ধানক্ষেতের পানির মধ্যে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে । তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে । পুলিশ জানায়, রিপা খাতুন একই গ্রামের ইমরান হোসেনের স্ত্রী এবং ঝিকরগাছা উপজেলার বিষহরি গ্রামের জনৈক মুসার মেয়ে। রিপার চাচি খুকু বেগম বলেন, ‘১০-১২ বছর আগে আমার ভাসুরের মেয়ে রিপার সাথে ইমরানের বিয়ে হয়। রিফাত নামে তাদের সাত বছরের একটি ছেলে আছে। জামাই আগে বেশ ভালোই ছিল। সে ট্রাক চালানো শুরু করার পর স্বভাব-চরিত্র খারাপ হয়ে যায়। তাকে নিয়ে অনেক কথা শুনি। দিন দশেক আগে ইমরান একটি মেয়েকে বিয়ে করেছে। এই নিয়ে ইমরানের সাথে রিপার বিরোধ চলছিল বলে আমি গ্রামবাসীর কাছে শুনেছি। গতরাতে ইমরান রিপাকে বাড়ির মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। পরে ওই রাতে বাড়ির পাশে বাঁওড়ের কান্দায় ধানক্ষেতের মধ্যে ফেলে রেখে আসে।’ যশোর কোতয়ালী থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘গলায় ওড়না পেঁচানো উপুড় করা অবস্থায় লাশটি পেয়েছি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে- এটা নিশ্চিত। নিহতের স্বামী ইমরান পুলিশ আসার আগেই গা-ঢাকা দিয়েছে। খবর আছে, সে সারাদিনই বাড়ির আশপাশে ছিল। সন্দেহ করা হচ্ছে, স্বামী ইমরান এই হত্যাকাণ্ডে জড়িত। তারপরেও পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।’ ইমরান হোসেনের মা সুন্দরী বেগম বলেন, ‘বউমা রিপা খাতুন ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে কার সাথে কথা বলতো। গতকাল বিকেল থেকে রিপাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ বাঁওড়ের কান্দায় লাশ পাওয়া গেলে পুলিকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। আমার ছেলের সাথে বউমার কোনো বিরোধ ছিল না।’ অবশ্য তিনি স্বীকার করেন, তার ছেলে দশ দিন আগে আরেকটি বিয়ে করেছে। তবে এর কারণ জানাতে পারেননি তিনি। রাইজিংবিডি/ যশোর/৯ এপ্রিল ২০১৯/ বি এম ফারুক/টিপু