সারা বাংলা

লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান শুরু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে আজ শুক্রবার থেকে মহাষ্টমী স্নানোৎসব শুরু হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীরা পবিত্র নদ ব্রহ্মপুত্রে স্নানমন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরতকী, ডাব, আম্রপল্লব দিয়ে পাপমুক্তির বাসনায় অষ্টমী স্নান করছেন। হিন্দু ধর্মালম্বীদের তিথি অনুযায়ী আজ শুক্রবার বেলা ১১টা ৫মিনিট থেকে স্নান শুরু হয়ে শনিবার সকাল ৮টা ৫৫মিনিট ২২ সেকেন্ডে স্নানের তিথি সমাপ্ত হবে। এ তিথি সময়ে অন্য বছরের মতো এবারও নদের ১৮টি ঘাটে স্নানোৎসবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ পুণ্যার্থী যোগ দিয়েছে। তাদের বিশ্বাস তিথির নির্দিষ্ট সময়ে ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নান করলে সব পাপ মোচন হয়ে যায়। স্নান উপলক্ষে লাঙ্গলবন্দের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলা। বাংলাদেশ হিন্দু কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সদস্য রণজিৎ মোদক জানান, এবার ললিত সাধুর ঘাট, অন্নপূর্ণ ঘাট, রাজ ঘাট, কালীগঞ্জ ঘাট, মা কুঁড়ি সাধুর ঘাট, মহাত্মা গান্ধী ঘাট, বড় দেশ্বরী ঘাট, জয়কালী ঘাট, রক্ষাকালী ঘাট, প্রেমতলা ঘাট, চর শ্রীরাম ঘাট, সাবদি ঘাট, বাসনকালী ঘাট ও জগৎবন্ধু ঘাটে স্নান করা হচ্ছে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, লাঙ্গলবন্দে পুণ্যার্থীদের উৎসব যাতে নিরাপদ হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর ১৬০০ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তিন শিফটে তারা তাদের দায়িত্ব পালন করবে। রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১২ এপ্রিল ২০১৯/হাসান উল রাকিব/বকুল