সারা বাংলা

চট্টগ্রামে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভূমিকম্প অনুভুত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। সোমবার সকাল ৭টা ৩৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে ভূমিকম্প জরিপ সংস্থা। এই ভূমিকম্পের উৎপত্তি মিয়ানমারে। এর প্রভাবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। এ সময় অনেক মানুষ ঘুম থেকে জেগে ঘর-বাড়ির বাইরে চলে আসেন। তবে এতে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূতাত্ত্বিক জরিপ সংস্থার রেকর্ড অনুযায়ী মায়ানমারে পাহাড়ি বর্মি রাজ্যে বাংলাদেশ সময় সকাল ৭টা ৩৯ মিনিটে ভূমিকম্প হয়। এর মাত্রা ছিলো ৪ দশমিক ৭। পার্বত্য বান্দরবানের বাসিন্দার থোয়াই চিং প্রো জানান, সকালে হঠাৎ ভুমিকম্পে পুরো ভবন কেঁপে উঠে। এই সময় ভয়ে সবাই বাড়ির বাইরে নেমে আসে। একই রকম তথ্য জানান চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা আরমান হোসেন। তিনি জানান কম্পন ১৫ সেকেন্ডের মতো স্থায়ী ছিলো। এই সময় সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৫ এপ্রিল ২০১৯/রেজাউল/এনএ