সারা বাংলা

কুষ্টিয়ায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় ফল ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নুর আলম (৩০) আদালতে উপস্থিত ছিলেন। নুর আলম মাদারীপুরের রাজৈর থানার শংকরদী গ্রামের মৃত আবুল হাছেনের ছেলে।  নিহত ফল ব্যবসায়ী রবিউল ইসলাম ও আসামি নুর আলম সম্পর্কে খালাত ভাই। চৌড়হাঁস মোড় এলাকায় মামা-ভাগ্নে নামে ফলের দোকানে ব্যবসা করতেন তারা। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড় এলাকায় ড্রামের ভিতর থেকে রবিউল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বন্যা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। লাশ উদ্ধারের পর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুর আলমকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে আসামির হত্যায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। অপর আসামি টিপু মন্ডল বেকসুর খালাস পেয়েছেন।

   

রাইজিংবিডি/কুষ্টিয়া/১৭ এপ্রিল ২০১৯/কাঞ্চন কুমার/বকুল