সারা বাংলা

সিলেটে বিদ্যুতের খাম্বায় আগুন, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টে দুটি বিদ্যুতের খাম্বায় জড়ানো তারের জঞ্জালে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে রামকৃষ্ণ মিশনের প্রধান ফটক লাগোয়া দুটি খাম্বায় আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ট্রান্সফরমারের খাম্বায় জড়ানো তারের জঞ্জালে আগুন লাগে। পরে পাশের মোড়ে অপর খাম্বায় আগুন দেখা যায়। আগুন লাগার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। স্থানীয় কতিপয় যুবক বালতি করে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।  

আগুন লাগার আধাঘণ্টা পর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। আগুন ছড়ানোর আগেই তারা তা নিভিয়ে ফেলে। খাম্বা দুটিতে থাকা ক্যাবল ও ইন্টারনেটের তারের বাক্স থেকে আগুনের সূত্রপাত। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় ক্ষয়ক্ষতি হয়নি বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। নগরীর ব্যস্ততম নাইওরপুল মোড়ের এক পাশে সিলেট রামকৃষ্ণ মিশন এবং অপর পাশে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর। যে কারণে এ মোড়ের গুরুত্ব ব্যাপক।

   

রাইজিংবিডি/সিলেট/১৭ এপ্রিল ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল