সারা বাংলা

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের ফুটপাত দখলমুক্ত অভিযান

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক ও মার্কেটের সামনে হকার উচ্ছেদ এবং অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন ও মৌসুমী নাসরিনের নেতৃত্বে টাঙ্গাইল পৌরসভার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন বলেন, ‘টাঙ্গাইল শহরের ভিতরে বিভিন্ন মার্কেট ও সড়কে কোনো ধরনের ফুটপাত দখল করা যাবে না।  ফুটপাত হলো মানুষদের জন্য চলাচলের জায়গা।  আমরা কোনো ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করতে বলছি না।  আমরা চাই যার যে জায়গা সে তার জায়গার বাইরে এসে ফুটপাত যেন দখল না করে।  এ কারণেই আমরা এ অভিযান পরিচালনা করেছি।  আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’ এ সময় টাঙ্গাইল পৌরসভার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

   

রাইজিংবিডি/টাঙ্গাইল/১৮ এপ্রিল ২০১৯/শাহরিয়ার সিফাত/সাইফুল