সারা বাংলা

বিআরটিসি বিআরটিএ’র বিরুদ্ধে অভিযোগের পাহাড়

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরে গণশুনানিতে বিআরটিসি ও বিআরটিএ’র বিরুদ্ধে জমা হয়েছে অভিযোগের পাহাড়। শুনানিতে রংপুর এবং দিনাজপুরে বিআরটিএ ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্সের নামে হয়রানি, ঘুষ-বাণিজ্য, রাস্তায় ট্রাকের কাগজ তল্লাশির নামে পুলিশের বাণিজ্য, বৃক্ষরোপণের নামে সরকারি অর্থ লোপাট, সড়ক ও জনপথ বিভাগের গাড়ি মেরামতের নামে লুটপাটসহ নানা অভিযোগ উঠে আসে। সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোন, বিআরটিএ রংপুর ও বিআরটিসি রংপুর ডিপোর কার্যক্রম সম্পর্কে রংপুরে শনিবার এই গণশুনানি অনুষ্ঠিত হয়। সড়ক ও জনপদ রংপুর বিভাগীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ বিভাগের সচিব নজরুল ইসলাম। তিনি বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এ সময় আরও বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) বেলায়েত হোসেন, অতিরিক্ত সচিব (প্রশাসন) আব্দুল মালেক প্রমুখ। রংপুর জোনের অধীনে আট জেলার কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুনানিতে অংশ নিয়ে সাধারণ মানুষ, ঠিকাদার, বিআরটিএ ও বিআরটিসির কর্মরত-কর্মচারীসহ সংশ্লিষ্টরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। গণশুনানি চলাকালে রংপুরের সড়ক ও জনপথ বিভাগের কাজের মান নিয়েও প্রশ্ন তোলা হয়। ‘বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) গাড়ি চালাতে রংপুরের বাস মালিক সমিতির অনুমতি লাগে। এরপরও তাদের বাধায় সড়কে গাড়ি নামানো যায় না। এতে সংকটের মুখে পড়েছে সরকারি এ পরিবহন সংস্থা। এ ছাড়া দায়িত্ব নিয়েও ঠিকমত সংরক্ষণ না করায় গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে।’- গণশুনানিতে এমন অভিযোগ করেন বিআরটিসি দিনাজপুরের ব্যবস্থাপক (অপারেশন) জুলফিকার আলী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘বিভাগীয় নগরী রংপুরে সিটি বাস সার্ভিস হিসেবে বিআরটিসি এখন সময়ের দাবি। কিন্তু সেই বিআরটিসির নিজেরই এখন বেহাল দশা। এছাড়া নসিমন-করিমন মহাসড়ক দাপিয়ে বেড়ালেও সেদিকে নজর নেই, সড়কে গাড়ি নামলেই কাগজ দেখার নামে মোড়ে মোড়ে হয়রানি করছে পুলিশ।’ এসময় বিভিন্ন অভিযোগের কথা শুনে এসব ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সড়কে উন্নয়নমূলক কাজ যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন সচিব। অন্যদিকে নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য সড়কের দু’পাশে উপযুক্ত স্থানে পর্যাপ্ত সংখ্যক সাইন, সিগন্যাল, জেব্রাক্রসিং এবং অন্যান্য নির্দেশনামূলক চিহ্ন বসানোর ওপর জোর দেন সড়ক পরিবহন সচিব। সচিব বলেন, ‘নিজেরা পরিবর্তন হলে দেশকে বদলে দেওয়া যাবে।’ দেশের সব অঞ্চলে বিআরটিসি বাসের চাহিদা আছে জানিয়ে তিনি বলেন, ‘নতুন আরও ৬০০ বাস যুক্ত হচ্ছে। যা প্রাপ্তি সাপেক্ষে বরাদ্দ দেওয়া হবে।’ এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ৪ লেন সড়কের কাজ শুরু হয়েছে উল্লেখ করে সচিব নজরুল ইসলাম বলেন, ‘পর্যায়ক্রমে এই সড়ক ৬ লেনে উন্নীত হবে। যা হবে মানসম্মত আন্তর্জাতিক মহাসড়ক। আর জমি অধিগ্রহণে সরকার এখন বাজারমূল্যের তিনগুণ দিচ্ছে।’ এছাড়াও রংপুর জোনের সড়কগুলোয় দুর্ঘটনা কমাতে কার্যকরী পদক্ষেপ নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। রাইজিংবিডি/রংপুর/২১এপ্রিল ২০১৯/নজরুল মৃধা/টিপু