সারা বাংলা

চট্টগ্রামে ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে শ্যামলী পরিবহনের বাসের চালককে বাস থেকে নামিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবিতে চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিক নেতারা। মঙ্গলবার রাতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বৈঠক থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়। আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রামের আন্তঃজেলার ৬৮টি এবং আরাকান সড়ক সংলগ্ন স্থানীয় ১৯টি সড়কে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা। শ্রমিক নেতারা গণমাধ্যমকে জানান, গত সোমবার রাতে শ্যামলী পরিবহনের বাস কক্সবাজার থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামে আসার পথে পটিয়ার শান্তির হাট এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বাসটি থামানো হয়। এই সময় সাদা পোশাকধারী কয়েকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসে তল্লাশি চালায়। বাসে ইয়াবা আছে উল্লেখ করে বাসের চালক জালাল উদ্দিনকে বাস থেকে নামিয়ে মারধর শুরু করে। কয়েকদফা মারধরের পর অচেতন অবস্থায় ফেলে চলে যায়। এর কিছুক্ষণ পরে তার মৃত্যু ঘটে। এই ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের দাবিতে পরিবহন শ্রমিক নেতারা পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৩ এপ্রিল ২০১৯/রেজাউল/বকুল