সারা বাংলা

ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার খাজুরা বাজারে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য দেন মোজাফফর হোসেন ফরাজী, মো. ইজাজুল হাওলাদার, হুমায়ুন, জিন্নাত আলী শেখ ও বাদল ফরাজীসহ ক্ষতিগ্রস্ত অনেক। বক্তারা বলেন, ভূমিদস্যুরা জাল কাগজ তৈরি করে এলাকার নিরীহ মানুষের জমি দখলে নিয়ে ভোগদখল করছে। প্রতিবাদ করলে উল্টো মারধর করে এবং নানা প্রকার হয়রানি করে। তাদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা চান এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত মো. এজাজুল হাওলাদার বলেন, ‘‘ভূমিদস্যুরা জাল দলিল ও পর্চা তৈরি করে আমাদের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে।’’ আবুল খায়ের মল্লিক বলেন, ‘‘আমি অন্যায়ের প্রতিবাদ করায় পিটিয়ে আমার হাত ভেঙে দিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি।’’ মোজাফফর হোসেন ফরাজী বলেন, ‘‘আমার ক্রয়কৃত ৭০ শতক সম্পতি জোরপূর্বক ১৫ বছর ধরে দখল করে খাচ্ছে ভূমিদস্যুরা। আমার মতো অনেকের জমি-জমা এভাবে জোর করে খাচ্ছে তারা।’’ রাইজিংবিডি/বাগেরহাট/২৫ এপ্রিল ২০১৯/আলী আকবার টুটুল/বকুল