সারা বাংলা

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে মাদক পাচারকারি নিহত

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকায় দুই দল মাদক পাচারকারি ও পুলিশের মধ্যে কথিত ত্রিমুখী বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারি নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বন্দুকযুদ্ধে নিহত রফিক উদ্দিন (৩৫) কুষ্টিয়ার সদর উপজেলার বাড়াদী গ্রামের দাউদ আলীর ছেলে। রফিক চিহ্নিত মাদক পাচারকারি। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের তথ্য জানিয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশের কাছে খবর আসে সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর এলাকায় দুইদল মাদক পাচারকারির মধ্যে গোলাগুলি চলছে। এমন সংবাদের ভিত্তিতে  কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের দুটি টিম ঘটনাস্থলে অভিযানে গেলে মাদক পাচারকারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর মাদক পাচারকারিরা পালিয়ে যায়। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রফিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এই ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই সাহেব আলীসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, রফিক চিহ্নিত মাদক পাচারকারি। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। রাইজিংবিডি/কুষ্টিয়া/২৬ এপ্রিল ২০১৯/কাঞ্চন কুমার/বকুল