সারা বাংলা

পাবনায় নিয়োগ পরীক্ষা অনিয়ম, ২ জনের দণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনায় ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার অভিযোগে দুইজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন-রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ভেল্টাবাড়ি গ্রামের বাবলু হোসেনের ছেলে এরশাদুল ইসলাম ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কুনিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে বাইজিদ হোসেন। স্থানীয় সরকার বিভাগ, পাবনার উপ-পরিচালক সালমা খাতুন জানান, শুক্রবার সকালে পরীক্ষা শুরুর কিছু সময় পরে পাবনা জিলা স্কুল পরীক্ষা কেন্দ্রে অসৎ উপায় অবলম্বন করার অভিযোগে এরশাদুল ও বাইজিদ নামের দুই পরিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা স্বাক্ষ্য প্রমাণ শেষে এরশাদুলকে ১০ দিন ও বাইজিদকে চারদিন করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। রাইজিংবিডি/পাবনা/২৬ এপ্রিল ২০১৯/শাহীন রহমান/সাইফ