সারা বাংলা

সাঁতার না জানায় মৃত্যু হলো অনিকের!

নিজস্ব প্রতিবেদক, সিলেট : বন্ধুদের সঙ্গে সিলেটের গোয়াইনঘাটের জাফলং বেড়াতে গিয়েছিলেন কলেজছাত্র আকিকুর রহমান অনিক। ঘোরাফেরার এক পর্যায়ে তারা সেখানে পিয়াইন নদীর স্বচ্ছ জলে নেমে পড়েন। আর তাই কাল হলো অনিকের। সাঁতার না জানায় পানিতে তলিয়ে সলিল সমাধি হয়েছে তার। শুক্রবার বিকেলে পিয়াইন নদীতে তলিয়ে নিখোঁজ হয় অনিক। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। নিহত অনিক সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিল্লোল রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ডুবুরিরা লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্র জানায়, অনিক ও তার আট বন্ধু মিলে শুক্রবার দুপুরে জাফলংয়ে বেড়াতে যায়। এক পর্যায়ে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে গোসল করতে নামে। এ সময় অনিকের দুই বন্ধু পানিতে তলিয়ে যাচ্ছিল; তবে স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করলেও অনিককে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেও তার সন্ধান মেলেনি। টাঙ্গাইলে গোসল করতে নেমে মৃত্যু নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে পুকুরে গোসল করতে নেমে দীপক কুমার সরকার (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহরের বড় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। দীপক বাসাইল পশ্চিম পাড়া গ্রামের মৃত মধুসুধন সরকারের ছেলে। নিহতের ভাই প্রদীপ কুমার সরকার বলেন, দীপক কুমার সরকার শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শিমুল জেন্টস পার্লারে কাজ করতেন। শুক্রবার কাজ শেষে গভীর রাত হওয়ার কারণে পার্লারেই রাত্রিযাপন করেন। সকালে পুকুরে গোসল করতে নামলে কিছুক্ষণ পর তার লাশ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/সিফাত/বকুল