সারা বাংলা

‘আজীবন ক্ষমতায় থাকতে খালেদাকে কারান্তরীণ করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, সিলেট : কোনো অপরাধ নয় বরং আজীবন ক্ষমতায় থাকার প্রজেক্ট বাস্তবায়ন করতেই তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে বলে দাবি করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে সিলেটের সবচেয়ে জনপ্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়া হয়েছে বলে যোগ করেন তিনি। সোমবার বিকেলে সিলেট জেলা বিএনপি আয়োজিত ‘কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গুম নামক অপরাজনীতির ভয়াবহতা ও অবরুদ্ধ গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আওয়ামী লীগের চেয়ে দুর্বল দল বাংলাদেশে নেই বলেও মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা জনগণকে ভয় পায় এবং জনগণের রায়ের প্রতি তাদের আস্থা নেই বলেই ভোটের নামে প্রহসন করে রাতের আধারে ভোটের বাক্স ভরে ক্ষমতায় গেছে। তিনি খালেদা জিয়াকে মুক্ত করেই এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে উল্লেখ করে বলেন, এজন্য দরকার একটি গণআন্দোলন। এই আন্দোলনকে গ্রামে-গঞ্জে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।  নগরীর মিরের ময়দানস্থ অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘‘স্বাধীনতার ৫০ বছরে এমন নিষ্ঠুর, হৃদয়হীন, ক্ষমতাপিপাসু সরকার জাতি আর দেখেনি। মানুষের ভোটাধিকার হরণ করতে যাদের লজ্জাবোধ নেই, তাদের মুখে উন্নয়ন আর মানবতার ভুলি শুনলে হাসি পায়। ব্যর্থতা আমাদেরও আছে, ৩০ ডিসেম্বরের ভোট চুরির নির্বাচনের পর লাগাতার হরতাল-অবরোধ পালন করলে এই ভোট ডাকাত সরকার শপথ নিতে পারতো না।’’ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলী গুমের সাত বছর পূর্তিতে তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করে সিলেট জেলা বিএনপি। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার রুমিন ফারহানা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক সাংবাদিক, পেশাজীবী উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/সিলেট/২৯ এপ্রিল ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল