সারা বাংলা

গরমে গোপালগঞ্জে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে ভিড়

গোপালগঞ্জ প্রতিনিধি: কয়েকদিনের প্রচন্ড গরমে গোপালগঞ্জে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে।  প্রতিদিন হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে আসছে নতুন নতুন রোগী। বেডের সংকুলান না হওয়ায় রোগীদের ঠাঁই হচ্ছে বারান্দায় ও রেইন শেডের নিচে। অতিরিক্ত রোগী আসায় হাসপাতালে আইভি ফ্লুইড সালাইন সংকট দেখা দিয়েছে। ফলে বাইরে থেকে কিনে এনে স্যালাইন দিতে হচ্ছে রোগীদের। জানা গেছে, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রয়েছে মাত্র ১৬টি বেড। তীব্র গরম পড়ায় প্রতিদিনই ১৫ থেকে ২০ জন করে নতুন রোগী ভর্তি হচ্ছেন। এ ছাড়া পুরাতন রোগী রয়েছে আরো ২৪ জন। মাত্র ১৬ টি বেড থাকায় জায়গা সংকুলান না হওয়ায় বাধ্য হয়েই কোন কোন বেডে দুইজন রাখার পাশাপাশি বারান্দায় ও ওয়ার্ডের বাইরে রেইন সেডে রেখে চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। গত ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অন্তত ১৫০ জন রোগী এখানে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন। রোগীদের অভিযোগ, ডায়রিয়া ওয়ার্ডে একটি মাত্র বাথরুম থাকলেও প্রয়োজনীয় পানি আর পরিচ্ছন্নতার অভাবে তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। সেই সাথে রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। এ ছাড়া ওয়ার্ডের পাশেই ময়লা ফেলায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের। চিকিৎসা নিতে আসা ডায়রিয়ায় আক্রান্ত কয়েকজন রোগী জানালেন, ওয়ার্ডে সিট পাইনি, বাইরে থাকতে দিয়েছে। চারিপাশে মলমূত্র-বর্জ্য ফেলায় পরিবেশ অত্যন্ত নোংরা। হাসপাতালে খাবার স্যালাইন ছাড়া আর কোন ওষুধ পাওয়া যায়না। বাইরে থেকে অন্যান্য স্যালাইন ও ওষুধ আনতে হচ্ছে তাদের। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ইনচার্জ ফাতেমা মোল্যা জানান, রুম সংকটের কারণে রোগীদের বাইরে ও বারান্দায় রাখায় ঠিকমত চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছে না। সেই সাথে ওয়ার্ডে ওরস্যালাইন, ট্যাবলেট, ইনজেকশন সাপ্লাই থাকলেও আইভি ফ্লুইড না থাকায় রোগীদের তা বাইরে থেকে আনতে হচ্ছে। হাসপাতালের উপ-পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, তীব্র গরম পড়ায় হঠাৎ করে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। ফলে আইভি ফ্লুইডের সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, ‘পানির লাইন ও দু-তিনটি বাথরুমের ব্যবস্থা করা গেলে রোগীদের দূর্ভোগ কমানো সম্ভব হবে। সেই সাথে ডায়রিয়া ওয়ার্ডের আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এবং বাইরে থাকা রোগীদের দ্রুত হাসপাতালের সুবিধাজনক মেঝেতে স্থানান্তর করা হবে। রাইজিংবিডি/ গোপালগঞ্জ/৩০ এপ্রিল ২০১৯/বাদল সাহা/টিপু