সারা বাংলা

ঘূর্ণিঝড় মোকাবেলায় যশোরে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, যশোর : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী আগামীকাল শুক্রবার সকালের দিকে বাংলাদেশের উপকূলবর্তী জেলা খুলনা, যশোর, সাতক্ষীরা হয়ে রাজশাহী ও দিনাজপুরের উপর দিয়ে বয়ে যেতে পারে। এ জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সরকারিভাবে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সম্ভাব্য ক্ষতি কমানো এবং জানমাল রক্ষায় জেলার আট উপজেলায় মাইকিং করা হচ্ছে। বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তাদের সব ধরনের ছুটি। এ ছাড়া প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী। জেলা রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় তারা ১০০০ কর্মী প্রস্তুত রেখেছেন। রাইজিংবিডি/যশোর/২ মে ২০১৯/বি এম ফারুক/বকুল