সারা বাংলা

সৌদি আরবে নিহত ২ যুবকের বাড়িতে মাতম

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : সৌদি আরবের সাকরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির মধ্যে দুই জনের বাড়ি টাঙ্গাইলে। তারা হলেন- জেলার কালিহাতী উপজেলার ঝগড়মান গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে বাহাদুর (৩৫) ও একই উপজেলার কস্তুরিপাড়া গ্রামের শামছুল হকের ছেলে মনির হোসেন (২০)। সৌদি আরবস্থ বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে নিহতের পরিবারকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ দুর্ঘটনার খবরের পর থেকে নিহতের বাড়িতে চলছে মাতম। নিহত এই দুই যুবকের মৃত্যুতে অনিশ্চিয়তায় পড়েছে তাদের পরিবারের সদস্যরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তারা। গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের সাকরা শহরে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়। দুর্ঘটনায় নিহত বাহাদুর ছিলেন দুস্থ প্রতিন্ধী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিবন্ধী স্ত্রী, একমাত্র সন্তান প্রতিবন্ধী মেয়ে, অসুস্থ মা, বাবা ও এক বাক-প্রতিবন্ধী বোন নিয়ে বাহাদুরের সংসার। তার অপর তিন বোন বিবাহিতা। বাহাদুরের প্রতিবন্ধী স্ত্রী রাশেদা বলেন, ‘‘আমাগোরে লাশটা আইন্যা দেন, আমগোরে সংসার এহন কেমনে চলবো, সুদি ঋণ কিবায় সুদাবো।’’ নিহত মনির হোসেনের মা মমতাজ বলেন, ‘‘আমার পোলার লাশটা আইন্ন্যা দেন।’’ এক মাস আগে মনিরের বাবা ইরাক প্রবাসী শামছুল হকের বাম হাতের চারটি আঙুল কাজ করার সময় মেশিনে কাটা পড়ে। বর্তমানে তিনি ইরাকে চিকিৎসাধীন আছেন। রাইজিংবিডি/টাঙ্গাইল/৩ মে ২০১৯/শাহরিয়ার সিফাত/বকুল