সারা বাংলা

ফণির বিপদ কেটে গেলেও তিস্তায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, রংপুর: ফণীর বিপদ কেটে গেলেও ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিস্তার পানিপ্রবাহ এখনো বিপদসীমার কাছাকাছি। ফলে আতঙ্কে রয়েছে তিস্তার দুপাড়ের ১০ লাখ মানুষ। ফণির প্রভাবে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সারা দিন রংপুরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। ফলে তিস্তা এখন ভরা যৌবনা। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, শনিবার সকাল ৬ টায় তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ০৫ সেন্টিমিটার । রাতে ছিল ৫১ দশমিক ৫২ মিটার। এই পয়েন্টে বিপদসীমা ধরা হয় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে ভারত গজলডোবার বাঁধের সবগুলো গেট খুলে দিলে তিস্তার পানি দুকূল উপচিয়ে অকাল বন্যা হতে পারে আশঙ্কায় ডালিয়া ব্যারাজের ৪৪টি গেল খুলে রাখা হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, শনিবার পর্যন্ত রংপুর ও আশপাশ এলাকায় ৫৮ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে। রাইজিংবিডিডটকম/রংপুর/৫ মে ২০১৯/নজরুল মৃধা/টিপু