সারা বাংলা

কুশিয়ারায় ধরা পড়ল দেড় মণ ওজনের বাঘাইড়

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে সেটি বিক্রির জন্য সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে তোলা হয়।  মাছটির ওজন দেড়মণ। রোববার সকাল ১১টার দিকে মাছটি বাজারে নিয়ে আসেন বিক্রেতা মখলিসুর রহমান। তবে কাঙ্ক্ষিত দর না পেয়ে বিকেলে কেটে ১০০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন। সিলেট অঞ্চলে যখনই কোনো বড় মাছ ধরা পড়ে, তা লালবাজারে বিক্রির জন্য নিয়ে আসেন মখলিসুর রহমান। এ জন্য তার বেশ খ্যাতিও রয়েছে। গত ৭ এপ্রিলও তিনি এর চেয়ে বড় একটি বাঘাইড় মাছ কেটে বিক্রি করেছেন। তিনি জানালেন, যখনই বড় কোনো মাছ ধরা পড়ে, তখনই তার ডাক পড়ে। তিনি মাছটি কিনে লালবাজারে বিক্রির জন্য তোলেন। বাঘাইড় মাছকে সিলেট অঞ্চলে বাঘ মাছ ডাকা হয়। দুপুরে সেখানে দেখা যায় উৎসুক জনতার ভিড়। কেউ মাছের ছবি তুলছেন আবার কেউ ভিডিও করছেন। অনেকে মাছের সঙ্গে সেলফিও তুলেছেন। বিক্রেতা মখলিসুর জানালেন, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি নগরীতে মাইকিং করিয়েছেন। তবে কাঙ্ক্ষিত দর না পাওয়ায় বিকেলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করেন। রাইজিংবিডি/সিলেট/০৫ মে ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল