সারা বাংলা

মুক্তিপণ আদায়ের চেষ্টা : নারীসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে এক ধনাঢ্য ব্যবসায়ীকে অপহরণের পর জিম্মি করে অশ্লীল ছবি তুলে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে দুই নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার কোতোয়ালী থানা পুলিশ এই চক্রটি গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ী আলতাফ হোসেনকে (৫০)। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসায়ীসহ বিত্তবানদের সঙ্গেএই চক্রটি প্রথমে সম্পর্ক গড়ে তোলে। পরে কৌশলে তাদের ফ্ল্যাটে ডেকে নিয়ে অশ্লীল ছবি তুলে দীর্ঘদিন ধরে অর্থ আদায় করে আসছিলো। গত সোমবার ব্যবসায়ী আলতাফ হোসেনকে নগরীর কোতোয়ালী থানার শুটকি পল্লী এলাকা থেকে অপহরণ করে চক্রটি। এর পর তাকে নগরীর চান্দগাঁও থানার সারাফত উল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার নুর মঞ্জিল নামক একটি বাসায় আটকে রেখে নারীদের সাথে অশ্লীল ছবি তুলে মুক্তিপণ দাবি করে। আফতাফ হোসেন মুক্তিপণের টাকা পরিশোধের জন্য তার ভাইকে ফোন করলে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ কৌশলে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা পরিশোধ করলে অপহরণকারী চক্রটি ওই টাকা ক্যাশ আউট করতে যায়। এসময় পুলিশ এই চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপরনকারী চক্রের অপর তিন সদস্যকে গ্রেপ্তার এবং অপরহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আবুল কাশেমের ছেলে মো. নাসির উদ্দিন (৩৫), পটিয়ার কেলিশহরের মৃত রাখাল দাশের ছেলে প্রদীপ দাশ (৩৫), রাউজানের মৃত জুনু মিয়ার মেয়ে হাসিনা আক্তার প্রকাশ মুক্তা (৪৫) ও চাঁদপুর হাজীগঞ্জের মৃত মো. ছিদ্দিকের মেয়ে ছালেহা আক্তার (৪০)।তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। রাইজিংবিডি/চট্টগ্রাম/৭ মে ২০১৯/রেজাউল/শাহেদ