সারা বাংলা

ভেজাল সেমাই উৎপাদন, লাখ টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের গাফফার সেমাই প্রতিষ্ঠানকে ভেজাল সেমাই উৎপাদনের দায়ে লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টার দিকে শহরের বদরপুরে সেমাই কারখানায় ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার। আদালত পরিচালনার সময় সিভিল সার্জনের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুল রশীদ খান সহায়তা করেন। এ সময় গাফফার সেমাই কারখানার ম্যানেজার মো. জাহিদ হোসেন (২৫) এবং গাফফার আটার সহযোগী প্রতিষ্ঠন হারুন ইন্ডাস্ট্রিজের ম্যানেজার নন্দ কুমার দাস (৫৫) কে গ্রেপ্তার করা হয়। পরে তারা এক লাখ টাকা জরিমানা দিয়ে মুক্ত হন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার বলেন, গাফফার সেমাই কারখানায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায় দুই কর্মীকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তারা জরিমানা প্রদান করেন। রাইজিংবিডি/ফরিদপুর/৮ মে ২০১৯/মো. মনিরুল ইসলাম টিটো/বকুল