সারা বাংলা

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের সমুদ্র সৈকতসংলগ্ন এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন এলাকায় বন্দুকযুদ্ধ ঘটে। কক্সবাজারে র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এ তথ্য জানান। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকা আনু প্রধানের ছেলে মোহাম্মদ মাসুম (৩৫)। অন্য জনের পরিচয় জানা যায়নি। র‌্যাব কর্মকর্তা আজিম বলেন, মাদক চক্রের লোকজন ইয়াবার একটি চালান নিয়ে আসছে এমন খবরে ডায়াবেটিক হাসপাতালসংলগ্ন এলাকায় র‌্যাব অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে ৪ থেকে ৫ জনের একদল লোককে সমিতি পাড়ার দিকে আসতে দেখে র‌্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এ সময় তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে তল্লাশি করে ১০ হাজার ইয়াবা, দেশিয় তৈরি ১টি লম্বা বন্দুক ও ৩টি গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের উইং কমান্ডার বলেন, নিহতদের মধ্যে একজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে। র‌্যাব জানায়, তাদের কাছে খবর আছে নিহত দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রাইজিংবিডি/কক্সবাজার/৯ মে ২০১৯/সুজাউদ্দিন রুবেল/ইভা