সারা বাংলা

ধর্ষণ-হত্যার হুমকি: ছাত্রলীগ নেতার গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার হুমকির ঘটনায় ছাত্রলীগ নেতার গ্রেপ্তার দাবিতে আন্দোলনে নেমেছেন ইন্টার্ন চিকিৎসকরা। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন তারা। মিছিল চৌহাট্টা পয়েন্ট ঘুরে ফের কলেজের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সিলেট বিএমএ সভাপতি ডা. বদরুল হোসেন রোকন ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সারোয়ার হোসেনকে গ্রেপ্তার না করলে বৃহৎ আন্দোলনের হুমকি দেন। গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগে শিক্ষানবিশ চিকিৎসককে অকথ্য ভাষায় গালমন্দের পাশাপাশি অস্ত্র উঁচিয়ে হত্যা এবং ধর্ষণের হুমকি দেন সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমানের অনুসারী দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সারোয়ার হোসেন। ঘটনার দুই দিন পর শনিবার দুপুরে নগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে ডায়েরি করেন উইমেন্স মেডিকেল কলেজের রেজিস্ট্রার ইশফাক জামান। তদন্তের পর ঘটনার সত্যতা পেলে ডায়েরিটি মামলা হিসেবে গৃহিত হবে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় তিনি রেগে এমন কাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনার পর শনিবারও মানববন্ধন কর্মসূচি পালন করেন সিলেটের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। রাইজিংবিডি/সিলেট/১২ মে ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল