সারা বাংলা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী নিহত, স্ত্রী আহত

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা:  গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী আহত হয়েছেন। সোমবার সকালে কালীগঞ্জ পৌরসভার বাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিম ঝালকাঠি সদর উপজেলার গোবিন্দবল গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে। তিনি শরীফ ফার্মাসিউটিক্যাল নামের একটি ঔষধ কোম্পানিতে কালীগঞ্জ উপজেলার বিক্রয় প্রতিনিধি ছিলেন। বাজার এলাকায় ৩ তলা একটি ভবনে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রহিমের স্ত্রী বাসার বেলকুনিতে ছেলের ভেজা কাপড় শুকাতে দেন। এ সময় বাতাসে বিদ্যুতের তারের উপরে কাপড় উড়ে পড়ে যায়। পরে লোহার রড দ্বারা রহিম তুলতে গেলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। স্বামীর এ অবস্থা দেখে স্ত্রী বাঁচাতে গেলে তিনি আহত হন। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নেছার উদ্দিন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উর্ধ্বতনদের সাথে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। রাইজিংবিডি/ কালীগঞ্জ (গাজীপুর)/১৩মে ২০১৯/রফিক সরকার/টিপু