সারা বাংলা

প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকার বড়ইতলা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত শিশুর জমজ ভাই গুরুতর আহত হয়েছে।  নিহতরা হলেন মোটরসাইকেল চালক মাজহারুল ইসলাম ও শিশু ফাহিম আলম। এ ছাড়া গুরুতর আহত ফাহিমের ভাই শাহীন আলম। ফাহিম ও শাহীন রেল পুলিশের এসআই খোরশেদ আলমের ছেলে। তারা দুই জন ফুলবাড়ীগেট তাহফিজুল হাফেজিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র। তাদের বাড়ি দৌলতপুর মহসিন মোড়ে। আড়ংঘাটা থানার ওসি রেজাউল করিম জানান, জুমার নামাজের পর মোটরসাইকেলে করে তারা তিন জন বাড়ি ফিরছিলেন। বড়ইতলা ঘাট এলাকায় পৌঁছালে প্রাইকেটকার তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে চালক মাজহারুল মারা যায়। গুরুতর আহত দুই শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফাহিম মারা যায়। রাইজিংবিডি/খুলনা/১৭ মে ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল