সারা বাংলা

রাজশাহীতে আদিবাসী নারী ধর্ষিত, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক আদিবাসী নারী। ধর্ষণের শিকার ওই আদিবাসী নারী দুর্গাপুর থানায় মামলা করেছেন। মামলায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। তাকে আদালতের মাধ্যমে সোমবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। জাহাঙ্গীর দুর্গাপুর উপজেলার বহ্মপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। দুর্গাপুর থানার ওসি আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, ভুক্তভোগী নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। কয়েকদিন আগে আরও কয়েকজন আদিবাসী নারীর সঙ্গে ওই নারী দুর্গাপুরে কৃষি শ্রমিক হিসেবে কাজে আসেন। সারাদিন কাজ শেষে রাতে তারা সবাই বহ্মপুর গ্রামের একটি কলোনিতে থাকতেন। গত শুক্রবার মাঠে কাজ শেষে কলোনিতে ফিরে যান ওই নারী। এরপর তিনি কলোনির পাশে জাহাঙ্গীরের বাড়িতে টিউবওয়েলে যান পানি নিতে। এ সময় একা পেয়ে জাহাঙ্গীর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওসি জানান, এ নিয়ে রোববার রাতে মামলা হয়। পরে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। আর আসামিকে গ্রেপ্তার করে পাঠানো হয় কারাগারে। রাইজিংবিডি/ রাজশাহী/২১ মে ২০১৯/তানজিমুল হক/টিপু