সারা বাংলা

লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ে দুর্নীতির প্রমাণ পেল দুদক

লক্ষ্মীপুর সংবাদদাতা : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) লক্ষ্মীপুর শাখার অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ঘটনার তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর বিআরটিএ অফিসে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সোবেল আহমেদের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়। এ বিষয়ে সোবেল আহমেদ জানান, লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন অনিয়মের তদন্তে এসে সত্যতা পাওয়া গেছে। গ্রাহক হয়রানি বন্ধে বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকাসহ গ্রাহক হয়রানি হবে না বলে মুচলেকা দেন তিনি। এ ছাড়া, দালাল ও টাকা ছাড়া সেবা না পাওয়ার প্রমাণ পেয়ে অফিস সহকালী মাহবুবকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়, যা ঊধ্র্বতন কর্তপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে বলে জানান দুদকের এ কর্মকর্তা।

 

রাইজিংবিডি/লক্ষ্মীপুর/২১ মে ২০১৯/ফরহাদ হোসেন/সাইফুল